স্টিকারের মাধ্যমে চ্যাটিং করুন : মেসেঞ্জার, হোয়াটসআপ, ইমু ইত্যাদি যোগাযোগ মাধ্যমে স্টাইলিশ ও আকর্ষণীয়ভাবে আজকের পর থেকে চ্যাটিং করতে পারবেন। আজকের এমন একটা দুর্দান্ত বেস্ট সেরা কিবোর্ড এর কথা বলবো যেটার কাজ দেখার পর আপনি অবাক হয়ে যাবেন।
এই কিবোর্ড এর মাধ্যমে আপনি বিভিন্ন স্টাইলিশ টেক্সট, ইমোজি ও স্টিকার পাঠাতে পারবেন। এছাড়া এই কিবোর্ডে স্টাইলিশ ফন্ট ও ক্লিপবোর্ড রয়েছে। এই কিবোর্ডে আপনি যেকোন লেখা সেভ করে রাখতে পারবেন। পরবর্তীতে সে লেখাগুলো যেকোনো সময় যে কাউকে এক ক্লিকে পাঠাতে পারবেন। তাই আজকের এই পোস্ট টি মনোযোগ দিয়ে সম্পুর্ন পড়তে থাকুন।
আরও পড়ুনঃ
মেসেঞ্জার রেস্ট্রিক অপশনের কাজ কি
স্টিকারের মাধ্যমে চ্যাটিং
- এই কিবোর্ডটি আপনার ফোনে আনার জন্য সর্বপ্রথম গুগল প্লে স্টোর ওপেন করবেন। তারপর প্লে স্টোরের সার্চ করে সার্চ করবেন ভারত Bharat keyboard লিখে। তাহলে একটি অ্যাপ চলে আসবে। সেই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করবেন
- এপ্লিকেশন টি ইন্সটল হয়ে গেলে অ্যাপ টি ওপেন করে আপনার ফোনে সেটাকে সেট করবেন। অ্যাপ্লিকেশন এর ভিতর পারমিশন চাইলে সবগুলো এলাউ করে দিলে আপনার ফোনে কিবোর্ডটি সেট হয়ে যাবে।
তারপর আপনি যে কোন লেখাই লিখুন স্পিকারের মত লেখা হয়ে যাবে। বিভিন্ন স্টাইলের কালারফুল লেখা আপনারা এই কীবোর্ড থেকে পাঠাতে পারবেন। তাছাড়া এই কিবোর্ড এর মাধ্যমে আপনি বাংলা এবং ইংলিশ লিখতে পারবেন। এই কিবোর্ডে একটা মাইকের অপশন আছে। সেখানে ক্লিক করে আপনি মুখে বলবেন তাহলে লেখা অটোমেটিক হয়ে যাবে। এই কিবোর্ড এর মাধ্যমে আপনি চ্যাটিং করলে যে কেউ অবাক হয়ে যাবে। এবং আপনার কাছে এই কিবোর্ডটি সম্পর্কে জানতে চাইবে।
আরও পড়ুনঃ