ফেসবুকে অন্যের আইডি থেকে বায়ো কপি করার নিয়ম : আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুকে বায়ো সেট করি। ফেসবুকে স্টাইলিশ বায়ো ডিজাইন সেট করা আমাদের কম বেশী সকলের ভালো লাগার একটি জিনিস। ফেসবুকে অনেকেই অনেক আকর্ষণীয় ফেসবুক ভিআইপি বায়ো ডিজাইন সেট করেন। অনেক সময় আমাদের সেগুলো ভালো লেগে যায়।
কিন্তু সেগুলো কপি করে আমরা আমাদের ফেসবুক বায়োতে সেট করতে পারি না। অর্থাৎ ফেসবুক থেকে বায়ো কপি করা যায় না। অন্যের ফেসবুক বায়ো কপি করা ফেসবুক থেকে সম্ভব নয়। আপনি যদি ফেসবুক লাইট দিয়েও চেষ্টা করেন তাহলেও পারবেন না। কিভাবে ফেসবুক স্টাইলিশ বাইক কপি করবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ
ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম হয়
কিভাবে ফেসবুক প্রোফাইল সুন্দর করা যায়
ফেসবুকে অন্যের আইডি থেকে বায়ো কপি করার নিয়ম
- সর্ব প্রথমে তার ফেসবুক প্রোফাইল ওপেন করুন।
- তারপর তার প্রোফাইলে তিনটা ডট অপশন এ ক্লিক করে “Copy Link” অপশনে ক্লিক করুন। তাহলে তার আইডির লিংকটা কপি হয়ে যাবে।
- এরপর পছন্দের একটি ব্রাউজার ওপেন করুন। যেমন- গুগল ক্রোম ব্রাউজার।
- তারপর ব্রাউজারের সার্চ বারে লিংকটা পেস্ট করুন। এরপর সার্চ করুন।
- তারপর ফেসবুক আইডিটা সেই ব্রাউজারে চলে আসবে। এবার আপনি বায়ো এর উপর ট্যাপ করে ধরে রাখুন। তাহলে দেখতে পারবেন ফেসবুক বায়ো কপি করার অপশন এসেছে। তখন আপনি তার বায়ো কপি করে আপনার ফেসবুক বায়ো তে সেভ করতে পারবেন।
অনুরূপভাবে অন্য কোন আইডি থেকে ফেসবুক বায়ো এর মত ওয়ার্ক সিম্বল গুলো কপি করতে পারবেন। ফেসবুকে স্টাইলিশ ওয়ার্ক এট অ্যাড করে থাকেন। সেগুলো আপনি এ কিভাবে কপি করতে পারবেন। ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট সিম্বল কপি করে আপনি আপনার নিজের ফেসবুক আইডিকে ভিআইপি করতে পারেন।
আরও পড়ুনঃ
Good