ইমুতে স্টাইলিশ নাম সেট করবেন যেভাবে : ইমু একটি জনপ্রিয় চ্যাটিং যোগাযোগ মাধ্যম। এখানে আমরা একে অপরের সাথে অডিও কল, ভিডিও কল, চ্যাটিং এবং গ্রুপে আড্ডা দিতে পারি। আমাদের ইমু প্রোফাইলে আমরা প্রত্যেকেই আমাদের নাম যোগ করি। কিন্তু আমরা আমাদের ইমু আইডির নাম যদি স্টাইলিশ করে লিখি তাহলে বিষয়টা কেমন হয়। অবশ্যই দারুন একটা ব্যাপার।
আমরা অনেকেরই ইমু আইডিতে দেখি তারা তাদের আইডিতে সুন্দর স্টাইলিশ নাম সেভ করে রাখে। আপনিও চাইলে আজকের পর থেকে আপনার ইমু একাউন্ট এর নাম স্টাইলিশ করে লিখতে পারবেন। আর এর জন্য আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে হবে।
ইমু আইডিতে স্টাইলিশ করে নাম লেখার নিয়ম
—
- ইমুতে নাম চেঞ্জ করার জন্য কিংবা স্টাইলিশ করে নাম লেখার জন্য প্রথমে “Fancy Text Generator” এই ওয়েবসাইটে প্রবেশ করুন।
- তারপর সেখানে একটি ফাঁকা বক্স আসবে। সেখানে আপনি আপনার ইমুতে যেয়ে স্টাইলিশ নাম দিবেন সেই নাম লিখুন।
- নাম লেখার সাথে সাথে নিচে দেখতে পাবেন আপনার সেই নামটা কনভার্ট হয়ে স্টাইলিশ নাম হয়ে গিয়েছে।
- ইমুর স্টাইলিশ নাম ডিজাইন আপনারা অনেক গুলো দেখতে পারবেন পছন্দ অনুযায়ী যে কোন নামের উপর ক্লিক করে সেই নামটি কে কপি করুন।
- এবার আপনি ইমু অ্যাপটি ওপেন করুন। পরবর্তীতে আপনি আপনার ইমু প্রোফাইলে যান।
- তারপর নিচে Edit বাটনে ক্লিক করবেন।
- তারপর Name অপশন এর উপর ক্লিক করে যেটা কপি করেছেন সেটা পেস্ট করবেন। তারপর সেভ করবেন। তাহলেই আপনার ইমো আইডি তে স্টাইলিশ নাম যোগ হয়ে যাবে।
এভাবে আপনি আপনার ইমো আইডি তে পছন্দের স্টাইলিশ নাম সেট করতে পারেন। ইমুতে এ স্টাইলিশ নাম সেট করলে দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় দেখায় এবং যে কেউ মুগ্ধ হয়ে যায়। ইমুতে অনেকেই আমরা নাম চেঞ্জ করতে পারি না। আশা করি আজকের পর থেকে আপনারা এটা পারবেন।
আরও পড়ুনঃ