ফেসবুক টপ ফ্যান ব্যাজ কি? কিভাবে ফেসবুকে টপ ফ্যান ব্যাজ পাবেন

ফেসবুক টপ ফ্যান ব্যাজ ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ ফিচার এটা সব প্রোফাইলেই এভেলেবেল থাকে না। কিছু কিছু ফেসবুক আইডিতে এই ফিচারটি রয়েছে। ফেসবুক আইডির টপ ফ্যান ব্যাজ হলো যদি আপনি এই ফিচারটি অন করে রাখেন তাহলে ফেসবুকে আপনাকে যারা বেশি বেশি লাইক কমেন্ট এবং ফলো করবে তারা আপনার ফ্যান ব্যাজ হয়ে যাবে।

অর্থাৎ যখন তারা আপনার পোস্টে কমেন্ট করবে তখন কমেন্টে তাদের ভালো করে ফেসবুক মেনশন করবে এবং লেখা থাকবে ওই ব্যক্তি আপনার টপ ফ্যান। ফেসবুকে আপনার টপ ফ্যান যারা থাকবে তাদেরকেই ফেসবুক আপনার প্রোফাইলের টপ ফ্যানবেজ দিবে।

এটাই হচ্ছে ফেসবুক আইডির টপ ফ্যান ব্যাচ।আর এই Top Fan আপনি পেয়েছেন কিনা সেটা এখনই চেক করুন।

আরও পড়ুনঃ

ফেসবুকে মেয়ে পটানোর উপায়

ফেসবুকের টপ ফ্যান ব্যাজ কিভাবে পাবেন

আপনার ফেসবুক আইডিতে টপ ফ্যান পেজ চালু আছে কিনা বা আপনি এই ফিচারটি পেয়েছেন কিনা সেটা প্রথমে চেক করে দেখুন।

  • ফেসবুক টপ ফ্যানবেজ চেক করার জন্য আপনার প্রোফাইলে আসুন।
  • এরপর তিন ডট অপশন এ ক্লিক করুন।
  •  তারপর “Search profile” এর নিচে দেখতে পারবেন “Manage Top Fan badge” একটা অপশন থাকবে। এটা যদি আপনার থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি টপ ফ্যান ব্যাজ পেয়েছেন ।
  • পরবর্তীতে এই অপশনে ক্লিক করে অপশনটা যদি অফ থাকে তাহলে সেটাকে অন করে দিতে হবে।
  • তাহলে আপনার ফেসবুক আইডিতে টপ ফ্যান ব্যাজ চালু হয়ে যাবে। আর যদি এই অপশনটা না থাকে তাহলে আপনি বুঝবেন টপ ফ্যানবেজ ফিচারটি এখনো পাননি।
ফেসবুক টপ ফ্যান কি? কিভাবে ফেসবুক আইডিতে টপ ফ্যান ব্যাজ পাবেন

ফেসবুক আইডিতে টপ ফ্যান ব্যাচ পেতে অনেক ফলোয়ার থাকতে হবে এমন কোন কথা নেই। কিছু কিছু আইডি তে বিশ-ত্রিশ হাজার ফলোয়ার থাকা সত্ত্বেও ফেসবুক টপ ফ্যানবেজ দেয় না। আবার কিছু কিছু আইডিতে এক বা দুই হাজার ফলোয়ার থাকা সত্বেও সেখানে টপ ফ্যানবেজ দেয়। ফেসবুক আইডিতে টপ ফ্যান ব্যাজ পেতে হলে আপনাকে ফেসবুকের সবকিছুই পাবলিক রাখতে হবে।

এটা বর্তমানে সব দেশেই এভেলেবেল নয়। হয়তো কিছু সময় পর সব দেশেই এটা চালু হয়ে যাবে এবং সবাই এই ফিচারটা পাবে। বর্তমানে সবাই এটা পাচ্ছে না, ফেসবুক কিছুসংখ্যক আইডিতে এটা দিয়েছে। তাই একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। আপনার প্রোফাইলে কিছুদিন পরপর চেক করুন যে আপনি এটা পেয়েছেন কিনা।

Leave a Comment

Discover more from Technical Bro BD

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading