মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায় ২০২৩ : বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম-বেশি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করি। আর ম্যাসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু সেটিং রয়েছে যেগুলো আমাদের জানা নেই। আমরা অনেকেই চাই কেউ আমাদের মেসেজ করলে সেই মেসেজটি সিন না করে মেসেজটি পড়তে। আজকের পোস্টটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ফলো করলে আপনি এর সমাধান পেয়ে যাবেন।
মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায়
মেসেঞ্জারে যে কারো মেসেজ আপনি করতে পারবেন কিন্তু সেই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি মেসেজটি পড়েছেন। তার ওখানে মেসেজ ডেলিভার দেখাবে, মেসেজটা যে সিন করেছেন এটা দেখাবে না। আমরা অনেক সময় ব্যস্ততার মাঝে থাকি। অনেকেই আমাদের কে ম্যাসেজ করেন।
আমরা সাথে সাথে তার রিপ্লাই দিতে পারি না। কিংবা কিছু কিছু মেসেজের রিপ্লে একটু ভেবেচিন্তে দিতে হয়। সে ক্ষেত্রে যদি আমরা তার ম্যাসেজটা সীন করে সাথে সাথে রিপ্লাই না দেই সেক্ষেত্রে সে ব্যক্তি নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে।
আপনি তার উপর রাগ করলেন কিনা, নাকি ভুল কোন কাজ করলো অথবা আপনার অনেক ভাব বেশি তাই রিপ্লাই দিচ্ছেন না এইরকম টা ওই ব্যক্তি ভাবতে পারে। তাই আপনি চাইলে একটি সেটিং এর মাধ্যমে তার মেসেজটা চুপি চুপি পড়তে পারবেন, সে বুঝতে পারবে না। ফলে ওই ব্যক্তি ভাববে আপনি হয়তো মেসেজটি দেখেননি এবং ব্যস্ত আছেন।
আরও পড়ুন-
স্টিকারের মাধ্যমে চ্যাটিং করার নিয়ম
মেসেঞ্জারে একটিভ না থাকলেও একটিভ দেখায় কেন
আমরা অনেকেই আছি যারা মেসেঞ্জারে মেসেজ আনসিন বা আনরিড করার জন্য “Mark as unread” অপশনটি ব্যবহার করি। আসলে এটা কোন কাজের না। এটার মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া যায় না। কোন মেসেজ সিন করার পর আপনি যতই mark as unread করেন না কেন তার ওখানে দেখাবে যে আপনি মেসেজ দিছেন করেছেন।
মেসেঞ্জারে 2022 সালে একটি আপডেট এসেছে মেসেঞ্জার রেস্ট্রাইক্ট নামে। এই অপশনের মাধ্যমে আপনি মেসেঞ্জার মেসেজ রিড করে আনরিড করতে পারবেন।
মেসেঞ্জারে মেসেজ সিন না করে পড়ার জন্য নিচের পদ্ধতি গুলো ফলো করুন:-
- মেসেঞ্জারে মেসেজ আনসিন কিংবা আনরিড করার জন্য সর্ব প্রথমে আপনি আপনার মেসেঞ্জার অ্যাপ টি ওপেন করবেন।
- তারপর যে চ্যাট লিস্ট এর মেসেজ পড়তে চান সেই চার্ট লিস্ট এর উপর ক্লিক করে ধরে রাখবেন।
- তারপর কতগুলো অপশন আসবে আপনি “Restrict” নামের যে অপশন থাকবে সেটার উপর ক্লিক করবেন।
- তারপর আপনি আপনার প্রোফাইল আইকোনে ক্লিক করে নিচে আসবেন। তখন দেখতে পারবেন “Privacy” নামক একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন।
- প্রাইভেসি অপশনে ক্লিক করার পর “Restricted Account” নামে একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন।
তারপর যাকে সেই চ্যাট লিস্টে দেখতে পারবেন। চ্যাট লিস্ট এর উপর ক্লিক করবেন এবং মেসেজ গুলো কি কি সেগুলো আপনি পড়তে পারবেন। তখন ওই ব্যক্তির চ্যাট লিস্টে আপনি যে সিন করেছেন এটা দেখাবে না।
আপনি পরবর্তিতে “Unrestricted” অপশনে ক্লিক করবেন। তাহলে আবার আগের মত হয়ে যাবে। যখন আপনি আন-রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করবেন তবুও ওই ব্যক্তির নিকট মেসেজটা ডেলিভার্ড দেখাবে অর্থাৎ তবুও মেসেজ টা সিন দেখাবে না। যতক্ষণ পর্যন্ত আপনি তাকে মেসেজ করবেন না ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না যে আপনি মেসেজটি দেখেছেন।
আরও পড়ুন – মেসেঞ্জার এর রিংটোন চেঞ্জ করুন