ফেসবুকে একটিভ না থাকলেও একটিভ দেখায় কেন : আমরা মোটামুটি সবাই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। আমাদের বেশিরভাগ সময়ই আমরা ফেসবুক এবং মেসেঞ্জারে কাটাই। কিন্তু যখন আমরা ফেসবুক বা মেসেঞ্জার থেকে অফলাইন হয়ে যাই তখনো অনেক সময় আমাদেরকে অ্যাক্টিভ দেখা যায়। অর্থাৎ আমাদের বন্ধুরা মনে করে আমরা ফেসবুকে একটিভ আছি।
এটা কেন হয় এবং কিভাবে সমাধান করবেন আজকের এই পোস্টের সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিব। ফেসবুক মেসেঞ্জারে আমাদের অ্যাক্টিভ দেখালে অনেকেই আমাদেরকে মেসেজ করবে।
ফলে আমরা তো তাদেরকে রিপ্লাই দিতে পারব না। তারা আমাদেরকে ভুল ভাববে। এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন কিন্তু সমাধান খুঁজে পাচ্ছেন না।
স্বাভাবিক ভাবে আমরা যখন আমাদের মোবাইল ফোনের ডাটা চালু করি এবং আমরা ফেসবুক বা মেসেঞ্জার ওপেন করি তখন আমাদেরকে অ্যাক্টিভ দেখাবে। কিন্তু যদি আমাদের ডাটা অফ থাকে তবুও যদি একটিভ দেখায় তাহলে এটা একটা বিভ্রান্তিকর ব্যাপার।
আপনি যদি মেসেঞ্জারে ফেসবুকে একটিভ না থাকেন তবুও অ্যাক্টিভ দেখায় এর কারণ হচ্ছে দুটি। প্রথম কারণটি হলো আপনার ফেইসবুক একাউন্টটি অন্য কোন ব্যক্তি ব্যবহার করছেন। অথবা দ্বিতীয় যে কারণটি হলো সেটা হচ্ছে ফেসবুক থেকে মোবাইল ফোনের ডাটা অফ করার 10 থেকে 15 মিনিট পর্যন্ত ফেসবুকে আমাদেরকে অ্যাক্টিভ দেখায়।
এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। আর 10 থেকে 15 মিনিট পরেও যদি আপনাকে একটিভ দেখায় তাহলে বুঝবেন আপনার আইডি অন্য কেউ চালাচ্ছে। ওই ব্যক্তি যদি ডাটা অন করে তাহলে আপনাকে একটিভ দেখাবে। তাই এমনটা যদি হয়ে থাকে তাহলে দ্রুত আপনার ফেসবুক পাসওয়ার্ড পরিবর্তন করুন।
আরও পড়ুন–
মেসেঞ্জারে মেসেজ সিন না করে পড়ার উপায়
ইমুতে স্টাইলিশ নাম যোগ করার নিয়ম
এখন কথা বলা যাক আমরা ফেসবুকে Active status অফ করলেও আমাদেরকে কেন অ্যাক্টিভ দেখায়। ফেসবুক বা মেসেঞ্জার এর সবুজ বাতি অফ করলেও অন্য কেউ দেখতে পারে যে আমরা ফেসবুক মেসেঞ্জারে একটিভ আছি। এর কারণ হচ্ছে আমরা সঠিকভাবে অফ করতে জানিনা।
যদি আপনি ফেসবুক, ফেসবুক লাইট ও মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে তিন জায়গা থেকেই আপনাকে একটিভ স্টাটাস অফ করতে হবে। কারণ যদি আপনি শুধুমাত্র মেসেঞ্জার থেকে একটিভ স্টাটাস অফ করেন তখন আপনি যদি ফেসবুকে ঢুকেন তাহলে আপনাকে একটিভ দেখাবে।
সবাই বুঝবে যে আপনি লাইনে আছেন। তাই যদি আপনি পুরোপুরি ভাবে অফলাইন হতে চান তাহলে আপনাকে মেসেঞ্জার, ফেসবুক লাইট এবং ফেসবুক অফিশিয়াল অ্যাপ থেকে অ্যাক্টিভ স্টেটাস অফ করতে হবে। তাহলে আপনাকে কখনো অ্যাক্টিভ দেখাবে না যতক্ষণ পর্যন্ত না আপনি একটিভ স্ট্যাটাস অন করবেন।
বন্ধুরা আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন এবং সমস্যার সমাধান পেয়ে গিয়েছেন। যদি পোস্টটি ভাল লাগে তাহলে আমাদের সাথে থাকুন এবং শেয়ার করুন বেশি বেশি।