মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন জেনে নিন

মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন তা আমরা অনেকেই জানিনা। কোন একটা মেসেজ সহজেই আমরা পিন করে সেটাকে স্মরণীয় করে রাখতে পারি। কিন্তু সেই মেসেজটা পরবর্তীতে কিভাবে আমরা দ্রুত এবং কম সময়ে খুজে পেতে পারি তা নিয়ে আজকের এই পোস্ট।

মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন

কোন একটি মেসেজ আমাদের ভাল লাগলে কিংবা গুরুত্বপূর্ণ মেসেজ এর ক্ষেত্রে আমাদের মেসেঞ্জারে মেসেজ পিন করে রাখার প্রয়োজন হয়। কোন মেসেজ পিন করে রাখার জন্য সেই মেসেজের উপর ক্লিক করে ধরলে নিচে Pin লেখা চলে আসে। Pin অপশনে ক্লিক করলেই সেই মেসেজটি পিন হয়ে যায়। কিন্তু পরবর্তীতে অনেক চ্যাটিং করার পর সেই পিন করা মেসেজটি অনেক উপরে থেকে যায় যা সহজে আমরা খুঁজে পাই না।

Join Our Telegram

কেমন হয়? যদি এক ক্লিকে আমরা সেই পিন মেসেজগুলো বের করতে পারতাম। ব্যাপারটা কিন্তু দারুন হয় তাই না? হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এমন একটা ট্রিক শিখব যার মাধ্যমে আপনি যত মেসেজই পিন করে রাখবেন সকল পিন করা মেসেজ গুলো লিস্ট আকারে চলে আসবে।

আমরা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে জয়েন থাকি। মেসেঞ্জার গ্রুপে বিভিন্ন কথাবার্তা হয়ে থাকে। সেখানেও আপনি চাইলে মেসেজ পিন করে রাখতে পারেন এবং পরবর্তীতে আপনি মেসেঞ্জারে পিন করা মেসেজগুলো দেখতে পারেন। তাহলে চলুন মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন সেটা জেনে নেই।

অন্য পোস্ট-

মেসেঞ্জার নোট আইডিয়া বাংলা

মেসেঞ্জারে মেসেজ এডিট করার নিয়ম

মেসেঞ্জার ফানি ক্যাপশন বাংলা

মেসেঞ্জার গ্রুপের নাম স্টাইল

মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায়

মেসেঞ্জার রেস্ট্রিক্টেড কি – মেসেঞ্জার রেস্ট্রাইক্ট এর সুবিধা ও লিস্ট

মেসেঞ্জার গ্রুপ খোলার নিয়ম

মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন
মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন
  • প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করে আপনার কাঙ্খিত ইনবক্স এ ঢুকুন।
  • এবার মেসেঞ্জারে প্রিন্ট করা মেসেজ খুঁজে বের করার জন্য উপরে ডানপাশে আই বাটনে ক্লিক করুন।
  • এবার আপনারা একটু নিচে স্ক্রল করলেই একটি অপশন দেখতে পারবেন View pinned message নামক, এখানে ক্লিক করুন।
  • এবার আপনি যত মেসেজ পিন করে রেখেছিলেন সকল লিস্ট গুলো সেখানে দেখতে পারবেন। এই পিন করা মেসেজের উপর ক্লিক করলে আপনি সরাসরি সেই কথোপকথনে চলে যাবেন। আপনি চাইলে সেই মেসেজের উপর ক্লিক করে পুনরায় Unpin করতে পারবেন।

উপসংহার

আশা করছি এই পোস্ট থেকে মেসেঞ্জারে পিন করা মেসেজ কিভাবে খুজে পাবেন তা জানতে পেরেছেন। মেসেঞ্জার আমাদের নিত্য দিনের সঙ্গী, মেসেঞ্জার ছাড়া আমাদের সময় যেন কাটে না। সুতরাং মেসেঞ্জারের এই হিডেন ট্রিকস টি আপনার প্রতিনিয়ত নিশ্চয়ই কাজে লাগবে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও মেসেঞ্জারে প্রিন্ট করা মেসেজ কিভাবে খুজে পাওয়া যায় তা জানতে পারে।

অন্য পোস্ট- মেসেঞ্জার লেবেল এর কাজ কি

Leave a Comment

Discover more from Technical Bro BD

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading