মেসেঞ্জার গ্রুপের সকল সমস্যার সমাধান : একটি মেসেঞ্জার গ্রুপে আমরা অনেকেই অডিও কল ভিডিও কল কিংবা চ্যাটিং করে দৈর্ঘ্য সময় কাটায়। মেসেঞ্জার গ্রুপ যেন বিনোদনের এক মহাসাগর।
মেসেঞ্জার গ্রুপে অনেক নতুন নতুন বন্ধু বান্ধুবিদের সাথে পরিচিত হয়ে আমরা অনেক আনন্দ করি। সারাদিন মেসেঞ্জার গ্রুপে কলে কথা বলে বন্ধুদের সাথে আড্ডা জমাই।
আমরা অনেকেই আছি যারা নতুন অবস্থায় মেসেঞ্জার গ্রুপ খুলি। তারপর কিছু কিছু সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। মেসেঞ্জার গ্রুপের নিয়ম কানুন আমরা অনেকেই জানিনা।
অনেক সময় অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায় যেগুলোর উত্তর কোথাও পাই না। আজকে আমি আপনাদেরকে কমন কিছু প্রশ্নের উত্তর দিতে চলেছি। তাই পোস্ট টি মনোযোগ দিয়ে ফলো করুন।
আরো পড়ুনঃ
কিভাবে মেসেঞ্জার গ্রুপ খুলতে হয়
ইউটিউব ভিডিও ভাইরাল করার গোপন টিপস
মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর – মেসেঞ্জার গ্রুপের সকল সমস্যার সমাধান
প্রশ্নঃ একটি মেসেঞ্জার গ্রুপে সর্বোচ্চ কতজন মেম্বার এড করা যায়?
উত্তরঃ একটি মেসেঞ্জার গ্রুপে সর্বোচ্চ 250 জন মেম্বার বা সদস্য এড করা যায়। 250 জন মেম্বার এর বেশি একটি মেসেঞ্জার গ্রুপে এড করা সম্ভব নয়। এটা ফেসবুক টিম থেকে জানিয়ে দেওয়া হয়েছে 250 জন একটি মেসেঞ্জার গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন।
প্রশ্নঃ মেসেঞ্জার গ্রুপে অডিও কল এবং ভিডিও কল করা যায় না কেন?
উত্তরঃ একটি মেসেঞ্জার গ্রুপে তখনই অডিও কল এবং ভিডিও কল করা যাবে যখন সেই মেসেঞ্জার গ্রুপের 50 জন মেম্বার এর কম থাকবে। মেসেঞ্জার গ্রুপে যদি 50 জন এর বেশি মেম্বার থাকে তাহলে সেই গ্রুপে কখনোই অডিও কল এবং ভিডিও কল করা যাবে না। কারণ 50 জনের বেশি যদি 100 জন হয় সে ক্ষেত্রে 100 জন তো আর একসাথে কথা বলা সম্ভব নয়।
প্রশ্নঃ কিভাবে একটি মেসেঞ্জার গ্রুপে এডমিন হবো?
উত্তরঃ একটি মেসেঞ্জার গ্রুপে আপনি তখনই এডমিন হবেন যখন আপনি নিজে একটি মেসেঞ্জার গ্রুপ খুলবেন। এছাড়া আপনি যদি অন্য কোন গ্রুপে অ্যাড হোন তখন সেই গ্রুপের এডমিন যদি আপনাকে এডমিন হিসেবে অ্যাড করে তাহলেও আপনি ঐ গ্রুপের এডমিন হবেন। অন্য কোন উপায়ে আপনি কোন গ্রুপের এডমিন হতে পারবেন না।
প্রশ্নঃ মেসেঞ্জার গ্রুপের এডমিন কি কি করতে পারে?
উত্তরঃ মেসেঞ্জার গ্রুপে এডমিন যে কোনো মেম্বারকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে পারে। কিন্তু মেম্বাররা এটা করতে পারে না। মেসেঞ্জার গ্রুপের এডমিন চাইলে মেম্বার অ্যাপ্রভাল অন করে রাখতে পারে। আর মেম্বার অ্যাপ্রভাল অন করে রাখলে শুধুমাত্র এডমিন ছাড়া কেউই ওই গ্রুপে মেম্বার এড করতে পারবে না। তাছাড়া এডমিন চাইলে যে কাউকে এডমিন এড করতে পারে এবং যে কাউকে এডমিন থেকে রিমুভ করতে পারে।
প্রশ্নঃ মেসেঞ্জার গ্রুপের নাম, প্রোফাইল পিকচার এবং নিকনেম এডমিন ছাড়া কেউ চেঞ্জ করতে পারবে না এমন কোন অপশন আছে?
উত্তরঃ না। মেসেঞ্জার গ্রুপের নাম, প্রোফাইল পিকচার এবং মেসেঞ্জার গ্রুপের নিকনেম গ্রুপের সবাই চেঞ্জ করতে পারবে। শুধুমাত্র এডমিন এগুলো চেঞ্জ করতে পারবে এমন কোন অপশন নেই।
প্রশ্নঃ কোন মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিলে বা গ্রুপ থেকে রিমুভ হলে সেই গ্রুপে আবার কিভাবে ঢুকবো?
উত্তরঃ কোন মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিলে কিংবা গ্রুপ থেকে রিমুভ হয়ে গেলে সেই গ্রুপে ঢুকতে পারবেন না। তবে সেই মেসেঞ্জার গ্রুপের কোন মেম্বার আপনাকে যদি পুনরায় এড করে তাহলে আপনি আবারো ওই গ্রুপে এড হয়ে যাবেন।
প্রশ্নঃ মেসেঞ্জার গ্রুপের এডমিন যদি লিভ নেয় তাহলে ওই গ্রুপে এডমিন কে থাকবে?
উত্তরঃ মেসেঞ্জার গ্রুপের এডমিন যদি গ্রুপ থেকে লিভ নেয় তাহলে ওই গ্রুপে এডমিন কে থাকবে এটা খুবই মারাত্মক একটা প্রশ্ন। যদি এডমিন লিভ নেয় তাহলে যেটা হবে সেটা হলো ওই মেসেঞ্জার গ্রুপে যতগুলো মেম্বার আছে সবাই এডমিন হয়ে যাবে। আর যদি কোন এডমিন গ্রুপ থেকে লিভ নেয় তাহলে পরবর্তীতে সে যখন ওই গ্রুপে আবারও এড হবে তখন সে আর এডমিন থাকবে না। সে ঐ গ্রুপের একজন মেম্বার হিসেবে অ্যাড হয়ে যাবে।
প্রশ্নঃ মেসেঞ্জার গ্রুপে শুধুমাত্র অ্যাডমিন কথা বলবে আর কেউ কথা বলতে পারবে না সেটা কিভাবে করব?
উত্তরঃ মেসেঞ্জার গ্রুপে শুধুমাত্র অ্যাডমিন কথা বলতে পারবে অন্য কেউ কথা বলতে পারবে না এমন কোন অপশন মেসেঞ্জার গ্রুপে এখনো দেওয়া হয় নাই। সুতরাং মেসেঞ্জার গ্রুপে প্রত্যেকে কথা বলতে পারবে। এটা শুধুমাত্র ইমু হোয়াটসঅ্যাপ গ্রুপে শুধুমাত্র অ্যাডমিন কথা বলা যায় কিন্তু মেসেঞ্জার গ্রুপে এমন কোন অপশন নেই।
প্রশ্নঃ আগে মেসেঞ্জার গ্রুপে কারা কারা মেসেজ সিন করেছে তাদের লোগো দেখা যেত। কিন্তু এখন শুধু নাম শো করে তাদের লোগো/প্রোফাইল পিকচার দেখা যায় না কেন?
উত্তরঃ এটা ম্যাসেঞ্জারের একটা টেকনিক্যাল সমস্যা। এটা বিশেষ করে পুরাতন গ্রুপের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। এটা সমাধান করার কোন উপায় নেই। যদি আপনার এরকমটা হয়ে থাকে তাহলে সেই গ্রুপের সবাইকে রিমুভ করে দিয়ে নতুন একটা গ্রুপ তৈরি করেন।
মেসেঞ্জার গ্রুপ সম্পর্কে কারো কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধু-বান্ধবদের মাঝে এখনই শেয়ার করতে পারেন ধন্যবাদ।
অন্য পোস্ট পড়ুন-
Ami BiJoy Ahmed Raz
আমি মেসেঞ্জারে গ্রুপের এডমিন ছিলাম নিজেই ভুলে ব্লক মেরেছি। কিভাবে আবার এডমিন হবো?
আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে এটার এডমিন আমি,, কিন্তু একটা লোক একটা খারাপ ভিডিও দিয়ে দিছে যেটা উনি নিজেও জানে না,, নিজেও রিমুভ করতে পারছি,,
আমি কয়েকটা গ্রুপ খুলেছি কিন্তু সেখানে একটাতে ১০০ এর বেশি সদস্য এড করেছি আর এড করতে পারছিনা কেন? আর একটা গ্রুপে ৪০ জনের পরে এড হচ্ছে না। সমাধান চাই