গুগল কোন দেশের কম্পানি – কত সালে প্রতিষ্ঠিত হয়

Please share this post
4.9/5 - (9 votes)

Google কি? – গুগল কোন দেশের কম্পানি ও কত সালে প্রতিষ্ঠিত হয় : বিশ্বের একটি বৃহত্তম সার্চ ইঞ্জিন হচ্ছে Google. আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগে গুগল মূলত কোন দেশের কোম্পানি, এর মালিক কে? গুগলকে নিয়ে আপনাদের যত প্রশ্ন আছে তা এই পোস্টে ধাপে ধাপে আলোচনা করব।

Google কি?

গুগল এটি সার্চ ইঞ্জিন। যা আমাদের অনুসন্ধান করা তথ্যের (Information) সঠিক এবং দ্রুত উত্তর দিতে কাজ করে। বর্তমান ইন্টারনেট জগতের প্রায় ৯০% জায়গা দখল করে আছে গুগল। Google এর বিখ্যাত প্রোডাক্ট গুলি হলো ইউটিউব, প্লে স্টোর, জিমেইল, গুগল ট্রান্সলেট ইত্যাদি।

গুগলের মালিক কে?

গুগলের মালিক হলো ল্যারি পেজ ( Larry Page) ও সের্গেই ব্রিন (Sergey Brin)। তারা ছিলেন দুই বন্ধু।

গুগল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

গুগল প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর। এটি ল্যারি পেজ ও সের্গেই ব্রিন এর এর মাধ্যমে স্থাপনা হয়েছিল। দুই বন্ধু ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি তে পড়ার সময় দুজনের রিচার্জ প্রজেক্ট হিসেবে google এর পদযাত্রা। লেরি পেজ ও সের্গেই ব্রিন প্রথম দিকে তাদের সার্চ ইঞ্জিন এর নাম দিয়েছিলেন Backrup. পরবর্তীতে তারা তাদের সার্চ ইঞ্জিনের নাম ব্যাকরাপ পরিবর্তন করে গুগল রাখেন।

গুগলের সিইও কে?

Google এর CEO হল সুন্দর পিচাই ( Sundar Pichai)। CEO এর ফুল ফর্ম হলো Chief Executive Officer. যাকে বাংলায় বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ছিলেন একজন সাধারণ ঘরের সন্তান। তার জন্মস্থান ভারতে। তিনি হচ্ছেন গুগলের প্রধান।

গুগল কোন ‍ধরনের কম্পানি?

বর্তমান ইন্টারনেট জগতে ৯০ শতাংশ দখল করে আছে গুগল। গুগল ব্যবসা করে আসছে ইন্টারনেট, ক্লাউড কম্পিউটিং, কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ আরো অনেক কিছু নিয়ে। ওয়েব এবং নন ওয়েব বেজ গুগলের অনেক প্রোডাক্ট রয়েছে।

 গুগল কোন দেশের কম্পানি গুগলের প্রোডাক্ট

গুগল কোন দেশের কম্পানি

গুগল একটি আমেরিকান কোম্পানি (American Company)। যার সদর দপ্তর হল United States এর mountain view, যেটা California তে অবস্থিত। গুগলে কর্মরত প্রায় এক লক্ষ এর বেশি দক্ষ কর্মী রয়েছে। 

আশা করছি গুগল কোন দেশের কম্পানি সে সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। google হচ্ছে একটি আমেরিকান কোম্পানি। আজকের এই পোস্টটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও গুগল এর যাবতীয় প্রশ্ন উত্তর পেয়ে যায়।

অন্য পোস্ট পড়ুন-

বেস্ট বাংলা ক্যাপশন 2023

ফেসবুকে খালি পোস্ট করবেন যেভাবে

ফেসবুক মনিটাইজেশন কি ও মনিটাইজেশনের শর্ত

Google কি


গুগল এটি সার্চ ইঞ্জিন। যা আমাদের অনুসন্ধান করা তথ্যের (Information) সঠিক এবং দ্রুত উত্তর দিতে কাজ করে। বর্তমান ইন্টারনেট জগতের প্রায় ৯০% জায়গা দখল করে আছে গুগল। Google এর বিখ্যাত প্রোডাক্ট গুলি হলো ইউটিউব, প্লে স্টোর, জিমেইল, গুগল ট্রান্সলেট ইত্যাদি।

গুগল কোন দেশের কম্পানি


গুগল একটি আমেরিকান কোম্পানি (American Company)। যার সদর দপ্তর হল United States এর mountain view, যেটা California তে অবস্থিত। গুগলে কর্মরত প্রায় এক লক্ষ এর বেশি দক্ষ কর্মী রয়েছে। 

Please share this post

This is MOJNU Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

1 thought on “গুগল কোন দেশের কম্পানি – কত সালে প্রতিষ্ঠিত হয়”

  1. অসংখ্য ধন্যবাদ। অজানা অনেক তথ্য জানতে পারলাম।

    Reply

Leave a Comment

close