১০০+ স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ ২০২৪

স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ পোস্টে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বাছাইকৃত স্বামী-স্ত্রীর ভালবাসার স্ট্যাটাস, ছন্দ ও উক্তি। পছন্দের স্ট্যাটাস দিয়ে আপনার স্বামী অথবা স্ত্রীকে মুগ্ধ এবং আনন্দ দিতে পারেন।

স্বামী স্ত্রীর রোমান্টিক কথা আপনি নিশ্চয়ই খুঁজতেছেন। আপনাদের জন্যই কেবল আজকের আমাদের এই আয়োজন। স্বামী বা স্ত্রীকে খুশি করার মেসেজ প্রয়োজন হলে এই পোস্টটি আপনাকে অনেক সাহায্য করবে। স্বামী স্ত্রীর ভালোবাসার ছন্দ ও স্ট্যাটাস নিয়ে এই পোস্টটি সাজানো হয়েছে।

অন্য পোস্ট পড়ুন-

রোমান্টিক পিকচার ডাউনলোড

শীত নিয়ে স্ট্যাটাস, উক্তি, কবিতা, ক্যাপশন 

 প্রেমের কবিতা ২০২৪

ভালোবাসার স্ট্যাটাস ২০২৪

স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ ২০২৪

স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ- স্বামী স্ত্রীর ভালবাসার স্ট্যাটাস পিক
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ

♡︎⎯⃝💚 তোমায় পেয়ে ধন্য প্রিয়,আমার এ জীবন! তুমি আমার ভালোবাসা,তুমি আমার মন! 💕

⎯⃝🌼২কোটি বছর আগে জন্মে ছিলো তোমার জন্য ভালোবাসা,, এখনো অপেক্ষায় আছি তুমি ভালোবাসবে বলে,, তোমাকে ধরতে আসিনি এসেছি ধরা দিতে🖤🥀

__🌺༅༎প্রিয়༅༎🌺জীবনের স্বপ্ন নিয়ে বেধেছি একটি ঘর,
তোমাকে পাবো বলে সাজিয়েছি প্রেমের বাসর,
আবেগ ভরা মনে অফুরন্ত ভালোবাসা,
সারা দেয় কোনে -কোনে শিহরন জাগে মনে,
তোমাকে পাওয়ার আশায়💜

__🌺’༉༎চোখের আড়াল হতে পার মনের আড়াল নয়,
মন যে আমার সব সময় তোমার কথা কয়,
মনকে যদি প্রশ্ন কর তোমার আপন কে ?
মন বলে এখন তোমার লেখা পড়ছে যে !🥀

❥𒊹︎─༊পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়,,,
আমার একটাই আশা তুমি ভূলে যেওনা আমায়,
বড় বেশী ভালবাসি তোমায় ।🌸

︵♡︎💚যদি তুমি মনে করো সুখে নেই,
সুখে নেই, সুখে নেই.
তবে তুমি ফিরে আসো এখনো আগের মতো ভালবাসি তোমাকেই,,,!!💜❤️

__🌺’༉༎আজ না খুবএকা একা লাগছে
চোখের সামনে তুমি তবু যেন তোমাকে ছোয়া যায় না কেন এমন হয় বলোতো!🥀

ভালবাসা বুঝি শুধু কষ্ট দিতেই জানে!
তোমাকে ছাড়াযে আমার নিশ্বাস নিতেও কষ্ট হয়!

╓╮/╱
╰💜যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার??
আমি বলব চোখের পাতা নড়ে যতবার..
যদি বলো তোমায় ভালবাসি কত??
আমি বলব আকাশে তারা আছে যত..!!💜👰‍♂️
╱/╰┘‎‎‎‎‎‎‎‎‎‎‎‎
‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎

-“💗🌻শুধু কাছে পাওয়ার জন্য ভালবাসা নয়,
শুধু ভালো লাগার জন্য ভালবাসা নয়..
নিজের সুখ বিসর্জন দিয়ে ভালবাসার মানুষকে সুখীই রাখার নামই ভালবাসা ।😺

!!-🌸✨মন নেই ভালো, জানিনা কি হলো,
পাসে নেই তুমি, কি করি আমি,
পাখী যদি হতাম আমি এই জীবনে,
তোমায় নিয়ে উড়ে যেতাম অচিন ভূবনে,
তুমি কি যাবে আমর সাথে ¡👩‍🍼🌼

স্বামী স্ত্রীর ভালবাসার স্ট্যাটাস

স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ -স্বামী স্ত্রীর ভালবাসার স্ট্যাটাস পিক
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ

🩵এতো কষ্ট পেয়েও, তোমাকে ভুল বুঝি নি।
এতো দূরে রয়েও,
তোমাকে ভুলে যায় নি ।
নির্ঘুম রাত জেগেও,
স্বপ্ন নিয়ে বেঁচে আছি ।
কেনো জানো ? তোমায় খুব ভালোবাসি তাই ।🖤🤍

⎯⃝🌼অজস্র স্বপ্নের ভিড়ে তোমায় দেখি.
সমস্ত কল্পনা জুড়ে তোমার বসবাস,
অজস্র কাব্য শুধু তোমায় নিয়ে লেখা অফুরন্ত বন্ধুত্ব নিয়ে তোমার অপেক্ষা থাকা।🌼

♡︎⎯⃝💚আজকে তুমি রাগ করছো,
দু:খ পাবো তাতে।কালকে যখন মরে যাবো,
রাগ দেখাবা কাকে?বিধির বিধান এই রকমি,
একদিন তো যাবো মরে।
বুঝবে সেদিন তুমি,
ভালোবাসতাম শুধু তোমাকে ….🖤.. !🥀

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵ღ۵__🌺মাঝে -মাঝে তোমাকে খুব কষ্ট দিই,
কারন তোমাকে ভালবাসি বলে.
নীরবে নিজেও কষ্ট পাই.,
তোমাকে মিস করবো বলে.🖤
তোমাকে যখন মিস করি,
তখন পৃথিবীকে এড়িয়ে চলি..🤍……
কারন তখন আমার সব..
,অনুভূতি জুড়ে শুধুই তুমি..🌼

°_:))-বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য_
তুমি যে আমার আমি যে তোমার_
তুমি শুধু আমার জন্যে।💜🥀

╓╮/╱
╰💜
╱/╰┘‎‎‎‎‎‎‎‎‎‎‎‎ ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দিবো দেখা ..
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ ..
কষ্ট যখন মন আকাশে,
তাঁরা হয়ে জ্বলবো পাশে .❤️🤍

•তোমায় আমি বলতে চাই,
তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই।
ভালবাসি শুধু তোমায় আমি,
জনম -জনম ভালবাসতে চাই।😊🥀

__🌺༅༎প্রিয়༅༎🌺যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম-তোমার কানে চুপি- চুপি বলতাম-🌸
আমি তোমাকে ভালবাসি.❤️

❥┼─༊জীবনে ভালোবাসা আসার পূর্বে হাজার বছর একা থাকা যায়।
কিন্তু ভালোবাসার পর এক মুহুর্ত একা থাকা যায় না 🤍
আর ভালোবাসার মানুষটি কিছু সময়ের জন্য
কাছে না থাকলে মন টা কেমন বেকুল হয়ে থাকে তাকে🙈
কাছে পাওয়ার জন্য হইতোবা এটাই বাস্তবতা💞

__🌺’༉༎ শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন😒
বুঝেনিও আমি আছি তোমার পাশে সারাক্ষন।💋

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵ღ۵__🌺আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোনো স্বপ্ন নেই তুমি ছাড়া ,
আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,
আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া ,😊
আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া !🤍🙈

♡︎⎯͢⎯⃝💚যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।❤️🌸

স্বামী স্ত্রীর ভালোবাসার কবিতা

°_:))-তুমি সেই কবিতা !
যা প্রতি দিন ভাবি..
লিখতে পারিনা॥ 👰‍♂️
তুমি সেই ছবি!
যা কল্পনা করি..
আঁকতে পারি না॥💞
তুমি সেই ভালবাসা!
যা প্রতিদিন চাই.
কিন্তূ তা কখনো-ই পাই না॥🌸

⎯⃝🌼কত সুন্দর তুমি,
প্রেমে পড়েছি আমি,
সুন্দর তোমার মন,
ভলোবেসে হারা ২জন,
মায়াবি তোমার আখি,
দিওনা আমায় ফাঁকি,
সুন্দর তোমার হাসি,
আমি তোমাকে ভালবাসি.💜

•⎯⃝🩵চোখের আড়াল হতে পারো,
মনের আড়াল নয় ।
মন যে আমার সব সময়,
তোমার কথা কয়।
মনকে যদি প্রশ্ন করি,
আমার আপন কে ?
মন বলে,
এখন তোমার SMS পড়ছে যে।😘👰‍♂️

!!-🌸✨একটা আঁকাশে অনেক তাঁরা ।
একটা জীবনে দূঃখ ভরা ।
অনেক রকম প্রেমের ভুল ।
ভুলের জন্য জীবন দিবো ।
তবুও আমি তোমারই রবো ।🌸🥀

-“💗🌻ভালোবাসা দুটি হৃদয়ের মাঝে সেতু বন্ধন ।

পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে যদি সে জীবনের মাঝে ভালোবাসা বিদ্যামান থাকে।❤️🥺

╓╮/╱
╰💜
╱/╰┘‎‎‎‎‎‎‎‎‎‎‎‎তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয়,
তাহলে আমি ভুলে যেতে রাজি.
ভুলতে হয়তো কোনদিনও পারবো না,
তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো💜

❥┼─༊কিছু -কিছু কথা আছে বলতে পারিনা
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা.
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা.
আর এমন একটা মনের মানুষ আছে ভূলতে পারিনা❤️

স্বামী স্ত্রীর ভালোবাসার পোস্ট

স্বামী স্ত্রীর ভালবাসার স্ট্যাটাস পিক -স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ
স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ

__🌺༅༎প্রিয়༅༎🌺মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে॥🤍

__🌺’༉༎থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিলো না,
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে, তুমি থাকো না।
আমার লাল রঙা হৃৎপিন্ড হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে তবু তুমি থাকো ভালো।🖤

🧚‍♂️𝄞⋆⃝🧚‍♀️এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই জলের ফোটা সুধু তোমার কথা বলে.
মনের কথা বুঝনা তুমি মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই.👰‍♂️

︵♡︎💚শীতের চাদর জড়িয়ে,
কুয়াশার মাঝে দাঁড়িয়ে,
হাত দুটি দাও বিলিয়ে।
শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় তোমার মন,
তাহলে বুঝে নিও
আমি আছি তোমার পাশে সারাক্ষণ।💜👰‍♂️

°_:))-ভালবাসা স্বপ্নীল আকাশের মত সত্য,
শিশির ভেজা ফুলের মত পবিত্র.
কিন্তু সময়ের কাছে পরাজিত,
বাস্তবতার কাছে অবহেলিত🌸

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵ღ۵__🌺পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসা উচিত।
একজন হলো -যে তোমাকে জন্ম দিয়েছে আর.
একজন হলো-যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।🥀

♡︎⎯⃝💚যদি চাদঁ হতাম সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম-সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম-তোমার কানে চুপি -চুপি বলতাম-
আমি তোমাকে ভালবাসি.👩‍❤️‍👨

⎯⃝🌼ভালোবাসার অর্থ কি?
বলতে পারিস??
ভালোবাসার অর্থ যদি হয় সারাদিন তোকে মিস করা তাহলে ভালোবাসি তোকে…!!🌼

•⎯⃝🩵ভালোবাসার অর্থ যদি হয় চোখ বুজলেই তোর মুখটি আকাশের মতো ভেসে উঠা তাহলে ভালোবাসি তোকে…!!💜🥀

♡︎⎯⃝💚ভালোবাসার অর্থ যদি হয় সারাক্ষণ তোর স্মৃতিতে ডুবে থাকা তাহলে ভালোবাসি তোকে……!!❤️🥀

⎯⃝🌼তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি॥
তখনো কুহেলীজালে,
সখা, তরুণী উষার ভালে
শিশিরে- শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি॥
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান–
তবু এখনি যাবে কি চলি।🌸🥀

♡︎⎯⃝💚মিষ্টি চাঁদের মিষ্টি আলো,
বাসি তোমায় অনেক ভালো.
মিটি- মিটি তারার মেলা,দেখবো তোমায় সারাবেলা.
নিশিরাতে শান্ত ভুবন,
চাইবো তোমায় সারাজীবন.😘

!!-🌸✨চোখেরও আড়ালে মাটির নীচে ঐ
ফল্গু চিরদিনই নীরবে বয়ে যাবে
হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে।।
যদি কাগজে লেখো নাম কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম সে নাম রয়ে যাবে।।🥀🙈

-“💗🌻জানিনা আজ কেন জানি বড়ই জানতে ইচ্ছে করছে,” +
” কেমন আছ তুমি? 🥀

__🌺༅༎প্রিয়༅༎🌺সেই সেদিন থেকে ঝুলে শূন্যের কাটা-তারে ” +” দিকভ্রান্ত, বিভ্রান্ত আমি মিথ্যে মরিচিকায় তোমাকে খুঁজেছি।” +” আজ বড় জানতে ইচ্ছে করছে কেমন আছ তুমি ?\🌸🥀

আমাদের শেষ কথা

বন্ধুরা আশা করছি স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ ও স্ট্যাটাস গুলি আপনাদের ভালো লেগেছে। আমাদের এই ব্লগে আরও বিভিন্ন ধরনের স্ট্যাটাস ও ক্যাপশন রয়েছে, আপনারা চাইলে সেগুলোও পড়তে পারেন। আর স্বামী স্ত্রীর ভালোবাসার মেসেজ সম্পর্কে আপনার ভালো কোন মেসেজ জানা থাকলে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন।

অন্য পোস্ট পড়ুন-

শুভ সকাল রোমান্টিক মেসেজ 

শুভ রাত্রি রোমান্টিক মেসেজ

ভালোবাসা দিবসের শুভেচ্ছা বার্তা ও পিকচার 

This is MOJNU Proud owner of this blog. An employee by profession but proud to introduce myself as a blogger. I like to write on the blog. Moreover, I've a lot of interest in web design. I want to see myself as a successful blogger and SEO expert.

Leave a Comment

Discover more from Technical Bro BD

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading