ফেসবুক প্রোফাইলের Work at অন্য কারো প্রোফাইলে দেখা যায় না : ফেসবুক প্রোফাইল আমরা অনেকেই সুন্দর করে সাজাই। অনেকেই আমরা আমাদের ফেসবুক ডিটেলসে school, college, education, ওয়ার্ক এট ইত্যাদি অ্যাড করে থাকি। আমাদের প্রোফাইলটা ১০০% কমপ্লিট করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যেগুলো আমাদের ফেসবুক work at এ এড করি সেগুলো অন্যদের প্রোফাইলে শো করে না বা দেখা যায়না।
ফেসবুক প্রোফাইলের Work at অন্য কারো প্রোফাইলে দেখা যায় না কেন?
ফেসবুক ওয়ার্ক এট এ যদি অন্যদের ফেসবুক প্রোফাইলে শো করাতে চান তাহলে সেটা কিভাবে করবেন জানতে হলে মনোযোগ দিয়ে সম্পূর্ন পোস্ট পড়ুন। ফেসবুকে অনেক সময় আমরা আমাদের অ্যাকাউন্টে সুন্দর করে ভিআইপি ডিজাইন করে।
কিন্তু ভিআইপি ফেসবুক একাউন্ট অন্যদের ফেসবুক আইডিতে দেখা যায় না। আবার অনেক সময় আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস এড করি সেগুলো শুধু আমাদের নিজের ফোনে দেখা যায় অন্য কারো ফোনে দেখা যায় না।
শুধুমাত্র ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট বা ফেসবুক ডিটেলস গুলি আমরা দেখতে পারি অন্যদের একাউন্ট দিয়ে সেটা দেখা যায় না। অন্যরা ফেসবুক একাউন্ট সাজায় এবং ফেসবুক ডিটেলসে বিভিন্ন স্টাইলিশ সিম্বল, ভিআইপি সিম্বল অ্যাড করে থাকে। অথবা ফেসবুকে ওয়ার্কস, স্কুল এডুকেশন ইত্যাদি এড করে কিন্তু তাদের গুলো অন্যদের প্রোফাইলে দেখা যায় কিন্তু আমাদেরটা কেন দেখা যায় না।
এর সমাধান হচ্ছে আপনার ফেসবুকের বয়স ১৮ এর কম রয়েছে। ফেসবুকের বয়স যদি আপনি ১৮ উপরে করে দেন তাহলে এই সমস্যার সমাধান হবে। ১৮ বছরের উপরের মানুষ কোন কাজে যোগ হয়। ১৮ বছরের নিচে ছেলেমেয়েরা সাধারণত কোন কাজে যোগ হয় না।
আর যদি যোগ হয় ফেসবুক সেটা অন্যদের কাছে দেখাতে চায় না। তাই ফেসবুকে ১৮ বয়সের কম হলে আপনি যদি কোন ওয়ার্ক এড করেন সেক্ষেত্রে সেটা অন্য কেউ দেখতে পারবে না।
তাই যদি আপনি আপনার ফেসবুকে স্টাইলিশ ওয়ার্ক ডিটেইলস গুলো বা ভিআইপি একাউন্ট অন্যদের প্রোফাইলে শো করাতে চান সে ক্ষেত্রে আপনি আপনার ফেসবুকের বার্থডে চেঞ্জ করুন। ফেসবুকের জন্ম তারিখ চেঞ্জ করে ১৮ বছর করে দিন। তাহলে আপনার ফেসবুক ওয়ার্ক প্লেস অন্যদের প্রোফাইলে দেখা যাবে।
আরও পড়ুনঃ