Tecno Spark 10 Pro মোবাইল দাম কত – Tecno Spark 10 Pro Price in Bangladesh

Tecno Spark 10 Pro মোবাইল দাম কত – আসসালামু আলাইকুম । আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আমি ও ভালো আছি। আজকের টেক এ আপনাকে স্বাগতম। 

Tecno Spark 10 Pro Price in Bangladesh

আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো সেটি হলো জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Tecno কম্পানীর ।বর্তমানে Tecno মোবাইল ফোন বাংলাদেশ এ প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে।বাংলাদেশ এ Tecno কম্পানী নতুন মোবাইল ফোন রপ্তানি করেছে।আজ আমি আপনাদের সাথে Tecno কম্পানীর যে নতুন ফোন রপ্তানি করেছে সেটি হলো Tecno Spark 10 Pro.চলুন শুরু করা যাক-

Tecno Spark 10 Pro মোবাইল দাম কত

বাংলাদেশ এ Tecno Spark 10 pro এর অফফিসিয়াল দাম হলো 

  • ১৩,৯৯৯ টাকা মাত্র (৪+১২৮)জিবি। 
  • ১৫,৯৯৯টাকা মাত্র (৮+১২৮)জিবি।

Tecno Spark 10 Pro সম্পূর্ণ স্পেসিফিকেশন

প্রথম রিলিজঃ মার্চ ,২০২৩

রংঃ কালো , সবুজ, সাদা

নেটওয়ার্ক ঃ ২জি,৩জি,৪জি।

সিমঃ ডুয়েল ন্যানো সিম।

ডিসপ্লে ঃ Tecno spark 10 pro মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে ৬.৮ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪৬০ পিক্সেল (৩৯5 পিপিআই)।

ক্যামেরাঃ Tecno spark 10 pro মোবাইল টিতে পেছনে ব্যবহার করা হয়েছে  ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং হবে এইচডি(১৪৪০পি)। ও সামনের ক্যামেরা 32 মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং হবে এইচডি(১০৮০পি)

কর্মক্ষমতা: Tecno Spark 10 pro মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে  Octa-core, up to 2.0 GHz ও জিপিইউ Mali-G52 MC2

অপারেটিং সিস্টেমঃ Tecno Spark 10 pro মোবাইল টিতে চিপ্সেট হিসেবে  রয়েছে  MediaTek Helio G88 (12 nm)। এছাড়া অপারেটিং সিস্টেম এ রয়েছে Android 13

স্টোরেজ: Tecno Spark 10 pro  মোবাইল এ ব্যবহার করা হয়েছে 4/৮জিবি র‌্যাম ও স্টোরেজ হিসেবে রয়েছে ১২৮জিবি রম

ব্যাটারি: Tecno Spark 10 pro মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh ব্যাটারি।ও চার্জার হিসাবে হয়েছে 18 ওয়ার্ড এর ফাস্ট চার্জিং। 

এছাড়া এই মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে :

সিম : ডুয়েল ন্যানো সিম

WLAN : ✅ ডুয়াল-ব্যান্ড, ওয়াই-ফাই ডাইরেক্ট, হটস্পট

ব্লুটুথ :  ✅ v5.0

জিপিএস : ✅ এ-জিপিএস

রেডিও :  ✅ এফএম

USB : v2.0

OTG  : ✅

ইউএসবি টাইপ-সি : ✅

NFC : ✅ (বাজার নির্ভর)

Body

screen : পাঞ্চ-hole

ম্যাটেরিয়াল গ্লাস : সামনে এবং কাচ/ পিছনে প্লাস্টিকের ফ্রেম

জল প্রতিরোধী : ✖ (IP53 ধুলো এবং স্প্ল্যাশ প্রতিরোধী)

মাত্রা : 168.6 x 76.6 x 8.6 মিলিমিটার

ওজন : 218 গ্রাম

অফিসিয়াল ও আনঅফিসিয়াল ফোনের মধ্যে পার্থক্য জানতে এখানে ক্লিক করুন।

Tecno Spark 10 pro মোবাইল এর ভালো দিক হলোঃ

১।এই মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে বড় স্ক্রীন।(৬.৮ ইঞ্চি)

২। Tecno Spark 10 pro  মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম Android13 

৩। Tecno Spark 10 pro মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি।ও চার্জার হিসাবে হয়েছে 18 ওয়ার্ড এর ফাস্ট চার্জিং।

৪।ভালো মানের ক্যামেরা ।

Tecno Spark Ten Pro মোবাইল এর মন্দ দিক হলোঃ

১।কোন সুপার অ্যামুলেট ডিসপ্লে নেই। যার জন্য ডিসপ্লে এর সমস্যা হতে পারে।রোদে গেলে ভালো ভাবে দেখা যাবে না।

২।কোন ডিসপ্লে র নিরাপত্তা নেই।

৩।প্রসেসরের এন এম বেশি।

Tecno Spark 10 Pro মোবাইল দিয়ে গেম খেলা কেমন হবে?

Tecno Spark 10 pro- মোবাইলটি দিয়ে আপনি যেকোন অফলাইন গেম খেলতে পারবেন। অনলাইন গেমগুলাও  খেলতে পারবেন।যেমনঃ ফ্রী ফায়ার, পাবজি মোবাইলের মত গেমগুলা ভালোভাবে খেলতে পারবেন। Tecno Spark 10 pro  চিপ্সেট হিসেবে  রয়েছে  MediaTek Helio G88 (12 nm)। এছাড়া অপারেটিং সিস্টেম এ রয়েছে Android 13 ,  যার ফলে আপনি সুন্দর ভাবে অনলাইন গেমগুলা খেলতে পারবেন।

Tecno Spark 10 Pro মোবাইল এর চার্জ কেমন থাকে?

Tecno Spark 10 Pro মোবাইল টিতে ব্যবহার করা হয়েছে ৫০০০ mAh ব্যাটারি। যার ফলে দীর্ঘ সময় ধরে এই মোবাইল টির চার্জ থাকে।আপনারা যদি অনলাইনে ভিডিও দেখে সময় পার করেন তাহলে এই মোবাইলটি আপনার জনয।

এই মোবাইলটিতে একবার চার্জ দিলে টানা ১২ ঘন্টার বেশি সময় চার্জ থাকে।আর আপনি যদি অনলাইন গেম খেলেন।তাহলে ব্যাক আপ একটু কম পাবেন।প্রায় ৮ ঘন্টার মত ব্যাক আপ পাওয়া যাবে।এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ১৮ ওয়ার্ট এর ফাস্ট চার্জিং। যার ফলে অনেক দ্রুত ফোনে চার্জ হবে।

আপনি যদি এই মোবাইল টি কিনতে চান তাহলে আপনি কিনতে পারেন।তাই ফোন কেনার পূর্বে সেই ব্র্যান্ডের অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে। 

বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ

Leave a Comment

Discover more from Technical Bro BD

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading