মেসেঞ্জারে ধামাকা নতুন একটি অপশন যুক্ত হয়েছে যার নাম হলো Disappearing messages. এই পোস্টে আমরা জানবো মেসেঞ্জার disappearing messages এর কাজ কি এবং সুবিধা গুলো সম্পর্কে। মেসেঞ্জার ডিসাপিয়ারিং মেসেজ এই নাম শুনেই হয়তো অনেকেই বুঝতে পেরেছেন এর কাজ মূলত কি? আমরা যারা WhatsApp ইউজার আছি তারা এই অপশনটির সাথে নিশ্চয় পরিচিত। তেমনি বরাবরের মতো ফেসবুক মেসেঞ্জারেও এই অপশনটি যুক্ত করা হয়েছে। যার ফলে আপনি আপনার মেসেঞ্জার কনভারসেশনকে আরও নিরাপদ করতে পারবেন।
মেসেঞ্জার Disappearing messages অপশনটি পেতে হলে আপনাকে প্রথমে মেসেঞ্জার অ্যাপটি প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। তবেই এই অপশনটি আপনটি দেখতে পারবেন। মেসেঞ্জারে এই অপশনটি কোথায় রয়েছে এবং এর কাজ ও সুবিধাগুলো বিস্তারিত চলুন যেনে নেওয়া যাক।
মেসেঞ্জার Disappearing messages চালু করার নিয়ম
আপনার মেসেঞ্জারে disappearing message চালু করতেই নিচের ইমেজটি ফলো করতে পারেন। এবং বিস্তারিত স্টেপগুলোর নিচে দেওয়া হলো-
- প্রথমে আপনার মেসেঞ্জার এপটি ওপেন করে যেকোন চ্যাটলিস্টে প্রবেশ করুন।
- এবার উপরে ডানপাশের কর্নারে আইবাটনে ক্লিক করে নিচে আসুন।
- নিচে আসলে আপনারা Disappearing messages নামক একটি নতুন আপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করুন।
- এবার আপনারা এখানে Off এবং 24 hours অপশন দেখতে পারবেন। 24 hours অপশনে ক্লিক করলে মেসেঞ্জার Disappearing messages ফিচারটি চালু হয়ে যাবে।
মেসেঞ্জার Disappearing messages এর কাজ কি ও সুবিধা কি
মেসেঞ্জার Disappearing messages চালু করলে ২৪ ঘন্টার মধ্যে মেসেঞ্জারে করা মেসেজগুলো ভ্যানিশ হয়ে যাবে। পার্বতীতে সেই মেসেজগুলো আর খুঁজে পাওয়া যাবে না। এটা অনেকটা মেসেঞ্জার ভ্যানিশ মোড এর মতো। আগে মেসেঞ্জারে ভেনিস মোড ফিচারটি ছিল এখন তার পরিবর্তন করে মেসেঞ্জার Disappearing messages অপশন চালু করেছে।
মেসেঞ্জার Disappearing messages চালু করলে আপনার কনভারসেশন অনেক সিকিউর বা নিরাপদ থাকবে। কেননা আমরা অনেক সময় অনেকের সাথে গোপন কথা এবং গুরুত্বপূর্ণ কথা বলি। আর এগুলো থেকে আমাদেরকে নিরাপদে থাকতে হলে মেসেঞ্জার Disappearing messages অপশনটি ব্যবহার করতে পারি। এর ফলে আমাদের মেসেজগুলো অটোমেটিক ২৪ ঘন্টা পর ডিলিট হয়ে যাবে।
শুধু তাই নয়, মেসেঞ্জার Disappearing messages চালু করলে সে সময় সে ব্যক্তি যদি আপনার কনভারসেশনাল স্ক্রিনশট নেয় তাহলে নিচে তার নোটিফিকেশন আকারে দেখাবে যে ওই ব্যক্তি আপনার স্ক্রিনশট নিয়েছে। আপনি যদি স্ক্রিনশট নেন তবুও নিচে দেখাবে You took a screenshot. অনুরুপভাবে স্ক্রিন রেকর্ড করলেও নিচে তা দেখাবে। সুতরাং আপনি সহজে বুঝতে পারবেন যে ওই ব্যক্তি আপনার স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ড করেছে কিনা।
মেসেঞ্জার Disappearing messages off করবেন যেভাবে
মেসেঞ্জার Disappearing messages চালু করলে আপনি আবারও তা অফ করতে পারবেন। ফলে ওই ব্যক্তির সাথে আপনার করা মেসেজগুলো ডিলিট হবে না। এর জন্য নিজের পদক্ষেপগুলি মনোযোগ সহকারে অনুসরণ করুন।
- প্রথমে ঐ ব্যক্তির চাট লিস্টে ঢুকে উপরে আই বাটনে ক্লিক করুন।
- তারপর নিচে এসে Disappearing messages অপশনে ক্লিক করুন।
- এবার আপনারা প্রথম অপশন Off এর উপর ক্লিক করে ব্যাক চলে আসুন তাহলে মেসেঞ্জার Disappearing messages অফ হয়ে যাবে।
মেসেঞ্জার Disappearing messages চালু করেছেন কিনা বুঝবেন যেভাবে
মেসেঞ্জারে ডিসাপিয়ারিং মেসেজ চালু করলে তা বোঝার উপায় হলো যে আউডিতে চালু করবেন সেই আইডির নামের নিচে ঘড়ির মতো একটা আইকোন দেখাবে। ফলে আপনি সহজে বুঝতে পারবেন যে এই আইডিতে Disappearing messages চালু করেছেন।
উপসংহার
বন্ধুরা আশা করছি আজকের এই পোস্ট থেকে আপনারা মেসেঞ্জার Disappearing messages জানতে পেরেছেন। মেসেঞ্জার এর এই সেরা নতুন ফিচারটি নিশ্চয়ই আপনার কখনো না কখনো কাজে লাগবে পোস্টটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন তারাও মেসেঞ্জারের এই নতুন আপডেটটি উপভোগ করতে পারেন।
মেসেঞ্জারে মেসেজ এডিট করার নিয়ম
মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায়
মেসেঞ্জার রেস্ট্রিক্টেড কি – মেসেঞ্জার রেস্ট্রাইক্ট এর সুবিধা ও লিস্ট