মেসেঞ্জারে নতুন একটি অপশন যুক্ত হয়েছে মেসেঞ্জার লেবেল নামক। এখন মেসেঞ্জারে যে কোন চ্যাট লিস্ট ওপেন করলেই উপরে একটি লেভেল আইকন দেখা যাবে। এখানে ক্লিক করলে মেসেঞ্জার Add a label দেখাবে এবং সেখানে পাঁচটি অপশন শো করবে। এই পোস্টে আমরা জানবো মেসেঞ্জার লেবেল এর কাজ কি এবং এটি আমাদের কি প্রয়োজন আসতে পারে।
মেসেঞ্জার লেবেল এর কাজ কি
মেটা কোম্পানি মেসেঞ্জারে নতুন এই লেবেল ফিচারটি যুক্ত করে দিয়েছে, যারা ফেসবুকে বিজনেস করে তাদের সুবিধার্থে। ধরুন আপনি ফেসবুকে বিজনেস করেন কিংবা প্রোডাক্ট ক্রয় বিক্রয় করেন। এখন আপনি যদি ফেসবুক মেসেঞ্জারে কোন ব্যক্তির সাথে ক্রয় বিক্রয় করেন তাহলে তার আইডিতে আপনি লেবেল যুক্ত করে দিতে পারেন। যেমনঃ Ordered, Paid, Shipped ইত্যাদি। এতে করে চ্যাট লিস্টের ওই ব্যক্তির নামের নিচে এই লেবেলটি দেখা যাবে। ওই ব্যক্তিও দেখতে পারবে এবং আপনিও সেটা দেখতে পারবেন।

একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার করা যায়। ধরুন আপনি একটি প্রোডাক্ট বিক্রি করবেন। এখন কেউ আপনার থেকে প্রোডাক্ট কিনতে চাচ্ছে তখন আপনি তার থেকে প্রোডাক্টটি অর্ডার নিলেন। তখন আপনি তার কনভারসেশন এর উপরে লেবেল আইকোনে ক্লিক করে ordered লেবেলটি সিলেক্ট করে দিতে পারেন। তারপর দেখবেন অটোমেটিক তার চ্যাট লিস্ট এর নামের পাশে ordered লেখা চলে এসেছে। এই ordered লেখাটি আপনিও দেখতে পারবেন সেও দেখতে পারবে। এর ফলে সহজেই আপনি এবং ওই ব্যক্তি বুঝতে পারবেন যে, আপনি তার অর্ডারটি কনফার্ম করেছেন।
আবার ধরুন সে আপনাকে অর্ডারের জন্য পেমেন্ট দিয়েছে। তখন আপনি তার আইডির উপরে লেবেল অপশনে ক্লিক করে Paid লেবেল সিলেক্ট করে দিতে পারেন। এতে তার আইডির নামের নিচে তখন Paid লেখা চলে আসবে অটোমেটিক। তখন সেটা আপনিও দেখতে পারবেন এবং ওই ব্যক্তিও দেখতে পারবেন। এর ফলের তিনি বুঝতে পারবেন যে তার অর্ডারটি পেইড হয়েছে। অনুরূপভাবে যদি অর্ডারটি পৌঁছে যায় তখন আপনি তার আইডির ভিতরে ঢুকে উপরে লেবেল আইকনে ক্লিক করে Shipped লেবেল সিলেক্ট করে দিতে পারেন। এর ফলে ওই ব্যক্তি বুঝতে পারবে যে তার অর্ডারটি চলে এসেছে।
মূলত মেসেঞ্জার লেভেল অপশন টি যারা ফেসবুকে প্রোডাক্ট বা বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফিচার। যেহেতু এখন ফেসবুকে অনেক ক্রয় বিক্রয় ও বিজনেস বৃদ্ধি পাচ্ছে, সেহেতু এটি আমাদের ভবিষ্যতে মেসেঞ্জারের এই লেবেল অপশনটি অনেক কাজে এবং উপকারে আসবে।
অন্য পোস্ট-
মেসেঞ্জারে মেসেজ এডিট করার নিয়ম
মেসেঞ্জারে সিন না করে মেসেজ পড়ার উপায়
মেসেঞ্জার রেস্ট্রিক্টেড কি – মেসেঞ্জার রেস্ট্রাইক্ট এর সুবিধা ও লিস্ট